কোচবিহার

স্কুলকে রাজনৈতিক রং থেকে মুক্ত করার দাবী ছাত্রদের

ঐতিহাসিক স্কুলের রং বদলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলায়। সাদা, লাল ও খয়েরী রং বদলে হয়ে গেল নীল সাদা। রাজ্য সরকারের লক্ষাধিক টাকা ব্যায়ে আচমকাই রাজ আমলের এই স্কুলের বদল হল রং। আর এই ঘটনায় প্রতিবাদে ফেটে পড়লেন ওই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

    উল্লেখ্য কোচবিহার জেলার মহারাজা নৃপেন্দ্রনারায়ন স্কুলের রং ছিল সাদা লালা ও খয়েরী। ঐতিহাসিক সময়ের এই স্কুল প্রথম থেকেই সাদা লাল ও খয়েরী রং হয়ে আসছিল। কিন্তু বিগত দিনে এই ঐতিহাসিক স্কুলের রং বদলে ফেলা হয়। নতুন রং হয় নীল সাদা যা একটি বিশেষ রাজনৈতিক দলের বেশ প্রিয়। আর এখানেই ক্ষোভের সৃষ্টি হয় স্কুলের প্রাক্তন পড়ুয়া থেকে বর্তমান ছাত্রদের মনে। যেহেতু ওই স্কুলটি একটি ঐতিহাসিক স্কুল তাই এর কোন রাজনৈতিক রং হতে পারেনা। পুনরায় ঐতিহাসিক রং ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার স্কুল পরিসরে আন্দোলনে নামে প্রাক্তন ছাত্ররা। প্রাক্তন ছাত্রদের সাথে আন্দলনে যোগ দেয় স্কুলের বর্তমান ছাত্ররাও। এদিন পরিচালন কমিটিকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। স্কুলে বিক্ষোভ দেখিয়ে স্কুল পরিদর্শকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায় ছাত্রদের এই দল। স্কুলকে রাজনৈতিক রং মুক্ত করার দাবি জানাতে থাকে। যদিও পরে দ্রুত মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেয় স্কুল পরিচালন কমিটির সদস্যরা বলে জানা যায়।

    এদিকে এই ঘটনায় বাপি দে নামে এক প্রাক্তন ছাত্র জানায়, আগের যে রং ছিল তার পুরটায় বদল ঘটে গেছে। এতে তাদের মনে আঘাত লাগে। তাই সকলে মিলে এই রং বদলের জন্য আন্দোলনে নামি। কিন্তু স্যার কিছুটা সময় চেয়েছে। তাদের দাবী যদি না মানা হয় তবে তারা আগামী দিনে আলোচনা করে পরবর্তী পথ নির্ধারন করবে।